shamseerbd@yahoo.com
আজ থেকে দশ বছর আগে এমনই একদিনে প্রিয় শৈশবের সারথী বন্ধু তুহীন হারিয়েছিল পরম মমতার ছায়াটুকু। সেই ছায়ার স্মরনে। ক্লান্ত হাতে লেখা সে রাতের ডায়েরী ।
---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
দেড় যুগের ও বেশি গত হয়েছে
আমাদের নিবিঢ় সম্পর্কের
সেই ছোট্ট কালে যখন হাফপ্যান্টটিও ছিলনা পরনে
তখন থেকে , হ্যাঁ তখন থেকেই আমরা
প্রাথমিক বিদ্যালয়ে পেন্সিলের খোঁচায়
ভ্রুযুগলে রক্তের ফিনকি
ফুটবলে মারামারি , জীবনের প্রথম ক্রিকেট নিয়ে মাতামাতি
ব্যাডমিন্টনে ঝগড়া, নেট নিয়ে বাড়ি ফেরা
ঝুমবর্ষায় ছিফ হাতে , একাগ্র চিত্তে চেয়ে থাকা
শুকনো কাপড় পানিতে ছোঁড়া
পুকুরের পানিতে ডুবিয়ে ধরা
মুখে কাদা মেখে যুদ্ধযুদ্ধ খেলা
গাছের পাতায় তরিতরকারির ব্যাবসা
নাটাই ছেড়া ঘুরির লোভে সবুজ জমিন নিংড়ে দেয়া
খাল সেচে একটিও মাছ না পাবার আক্ষেপ
ব্যাঙাচিকে মাছ ভেবে সে কি তীব্র উত্তেজনা
বল কি করে ভুলি, এসব কি ভোলা যায়
ইচ্ছা- অনিচ্ছার, ভাললাগা - না লাগার
স্বাধীনতা- আর পরাধীনতার সেই সব দিনগুল।
ক্ষনকালের বিচ্ছেদ
মুখোমুখি বসিবার, দিগ্বিদিক হারাবার
জানা হয় সবকিছু
শেষমেষ একই শহরে, আবারো পিছুপিছু।
হঠাৎ করে বজ্রাহত , মন আহত
জীবনের পরমছায়া নিঃশেষ
হতাশা ভর করে তোর দুচোখে
এদিক ওদিক তাকিয়ে থাকিস ম্লান মুখে।
সান্ত্বনা দিতে ভাষা খুজে পাইনা
বলতে ইচ্ছা করছিল
সবকিছু আজীবন থাকেনা, থাকতে পারেনা।
সবাই একদিন হারাবে সবকিছু।
মৌনমুখে বসে থাকি
হাতে হাত , কাঁধে মাথা
সাজিয়ে চলি স্মৃতির এফিটাফ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।