আমি অনেক খারাপ, তাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন :D এক দিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ঐখানে আমার খাটিয়া এনে শোবো আমার গাছতলা আর ভাল্লাগে না ! এক দিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেবো কারন আমার কোন থালা নেই আমার অনাহার একঘেয়েমির মতন ধিকধিক করে জ্বলছে আর আমার ভাল্লাগে না । গারি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো, আমার বাসি রুটি চাই না, পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে ছুল আচরে দাও আমাদের গাল টিপে দিয়ে বোলো, সাবধানে---- আমরাও স্কুল এ যাবো ! একদিন কয়লাখনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে একি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে গিয়েছিলুম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখো নি শহরের রাস্তায় তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না । একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরও অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখো নি, মাটিতে শোনো নি কোনো আওয়াজ জানো না ঘাম- রক্ত-উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমারই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।