আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির বাসর


এখানে নেই কার্জন হলের সবুজ চত্বর- ঢাকাই রিকশার ঝনঝনানী নেই রমনার রমণীয় বিকেল সোরওয়ার্দীর সুশীতল ছায়া কিংবা টিএসসির নিত্য আড্ডা তোমার আমার একলা সময় আজ তো শুধুই স্মৃতির বাসর। এখানে নেই তোমার ভালোবাসার যাদু চুম্বক কমলা কোয়া ঠোঁটে মায়াবী হাসি আগমনী ফাল্গুনের শুভক্ষণে বাসন্তি রঙের সেই শাড়ী- নেই একুশের প্রভাত ফেরী- শিশির ভেজা ঘাসে তোমার আলতো পায়ের ছোঁয়া। সময় স্রোতে এগিয়ে যায় প্রবাস ভূমের যান্ত্রিক জীবন - নিত্য দেখা তোমার সেই মুখ যেন আজ মায়া মরীচিকা – পল অনুপলে বন্দী আমি অনুক্ষণ তবু তোমাকেই খুঁজি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।