বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে। নির্বাচনে জয়ী হওয়া মহাজোটের নেত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতিসংঘের বিশেষ দূতের সাথে আলাপ করার সময়ে এ সহযোগিতা চান। এর জবাবে জাতিসংঘের বিশেষ দূত এ ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা দেওয়ার কথা বলেন।
নিঃসন্দেহে এটি যুদ্ধাপরাধীদের বিচার কাজের জন্য অত্যন্ত ভালো একটি খবর। এর মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আন্তর্জাতিক মাত্রা পাবে। দি ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুন্যাল) ১৯৭৩ এর মাধ্যমে ট্রাইবুন্যাল গঠন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা তদারকির মাধ্যমে বিচারকাজ পরিচালনা করলে বিচার কাজ হবে এবং তা অধিক গ্রহণযোগ্য হবে। বিচারের জন্য যে ধরনের স্বাক্ষ্য প্রমাণ রয়েছে তার ফলে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
আবারো দৃঢ় কন্ঠে বলি- যুদ্ধাপরাধীদের বিচার চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।