আমাদের কথা খুঁজে নিন

   

কে বলেছে পারি না রে

আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি। কে বলেছে পারি না রে দেশটা ভাল চালাতে? সোনার বাংলা গেছে ভরে সমালোচক-বজ্জাতে। জানিস না রে! অলৌকশক্তি আছে আমার কবজাতে, এক নিমিষে মানহানিতে চাইলে পারি ফাঁসাতে। ডিমান্ড মত রিমান্ড দিয়ে পারি তোদের ঠ্যাঙাতে, আর্ত জনের রোদন দেখে ভালই জানি ভেঙ্গাতে। ইচ্ছে হলে খুন-গুম করে পারি দুষ্ট শাসাতে, স্বজন হারার শোকের মাতম ছলে পারি ভুলাতে।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।