সাজানো শহরের এই কৃত্রিমতা পরিহার করে যদি শেষ বিকেলে পাখিরা আমাকে নদীকে একবার স্বরণ করে তবে কবি ধন্য হয়।...........তোমাদের এই পুঁজিবাদী শহরে আমার মতো সমাজবাদী সত্যিই আমৃত্যু নির্বিকার থাকে কোন এক অজানা অধ্যায়ের প্রতাশ্যায়। শুকিয়ে যাওয়া শেষ মায়াবী সন্ধ্যায় যদি কেউ রাতের আদম সুরতকে খুঁজতে যায় তবে মন্দ কী? জানোইতো আপনা সাধনা আপনাকে কালোত্তীর্ণ করে মহাকালের এই আলো আধাাঁরির পড়ন্ত খেলায়। ঈশ্বর যেখানে কান্ত প্রাপ্তির অপ্রাপ্তির জটিল হিসেব মেলানোর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।