আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল ভিক্ষুক!

সোলায়মান রোজার মাসে ‘মৌসুমি ভিক্ষুক’-এর আগমন বেড়ে যায় চুয়াডাঙ্গা শহরে। এ বছর আরও আগেভাগেই দেশের বিভিন্ন জেলা থেকে তাঁরা আসতে শুরু করেছেন। ভিক্ষাবৃত্তিতে আয় আরও বাড়াতে তাঁরা নানা প্রযুক্তির ব্যবহারসহ নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। খুলনা শহরের খালিশপুর এলাকার বাসিন্দা ভিক্ষুক বিল্লাল হোসেন বাড়তি আয়ের জন্য রোজার এক সপ্তাহ আগেই নিজ এলাকা ছেড়ে সপরিবারে চুয়াডাঙ্গায় এসেছেন। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ভ্যানচালক বশির আহমেদের বাড়ি ভাড়া নিয়ে ভিক্ষায় নেমেছেন তিনি।

পায়ে হাঁটার বদলে ভ্যানে চড়ে ও মাইকিং করে ভিক্ষা করছেন। গতকাল রোববার দুপুরে শহরের জ্বীনতলা মল্লিকপাড়ার রাস্তায় মাইকিং করে ভিক্ষা করার সময় কথা হয় তাঁর সঙ্গে। বিল্লাল হোসেন জানান, মুখের কথা মানুষের কানে সহজে পৌঁছে না। ভিক্ষার জন্য পায়ে হেঁটে ছুটতে, কথা বলতে গিয়ে ক্লান্তি চলে আসে। এ জন্য তিন হাজার টাকা দিয়ে মাইকসেট কিনে এবং রোজগারের অর্ধেক অর্থ ভ্যানভাড়া হিসেবে দেওয়ার চুক্তিতে রাস্তায় নেমেছেন।

বিল্লাল হোসেন এই প্রতিবেদকের মুঠোফোন নম্বর চেয়ে নেন। জাকাত-ফিতরার জন্য পরবর্তী সময়ে যোগাযোগ করার কথা মনে করিয়ে দিয়ে ভ্যানচালক বশির আহমেদকে দ্রুত টানতে বলেন। Prothom Alo ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.