রানওয়ে সংস্কারের জন্য আগামী নভেম্বর থেকে ছয় মাস প্রতিদিন আট ঘণ্টা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সেফটি এন্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার এস এম নাজমুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নভেম্বরের প্রথম দিনই রানওয়ের সংস্কার কাজ শুরু হবে। চলবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।
“এই ছয় মাস রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। তবে হজের সময় যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হবে রাত দেড়টা থেকে সকাল ৮টা পর্যন্ত।
”
এ সিদ্ধান্ত ইতিমধ্যে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নাজমুল আলম জানান।
“যাত্রীদের যাতে অসুবিধা না হয়, সে বিষয়টি চিন্তা করে প্রায় পাঁচ মাস আগেই সব বিমান সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে, যাতে তারা টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় পুননির্ধারণ করে নিতে পারে। আমরা আশা করছি, এতে তেমন কোনো সমস্যা হবে না”, বলেন তিনি।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, রানওয়ের সংস্কার হলে অবশ্যই সুফল পাওয়া যাবে, কিন্তু টানা ছয় মাস প্রতিদিন আট ঘণ্টা ফ্লাইট ওঠা নামা বন্ধ থাকলে যাত্রী দুর্ভোগ এড়ানো যাবে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দর মোট ‘অপারেটিং আওয়ারের’ প্রায় এক তৃতীয়াংশ সময় ফ্লাইট ওঠানামা করতে পারবে না।
তাছাড়া বেশিরভাগ বিদেশি উড়োজাহাজ অবতরণ করে মধ্যরাতে বা তার পর। ফলে বিমানবন্দরে একটি বিশৃঙ্খল পরিস্থি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। ”
“যাত্রী ভোগান্তি বা বিশৃঙ্খলারোধে এড়াতে কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা আছে কিনা- তাও স্পষ্ট নয়। আমার মনে হয়, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নিলে ভাল হতো। ”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উইং কমান্ডার এস এম নাজমুল আনাম বলেন, “রানওয়ে মেরামত না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এটা অত্যন্ত জররি।
বিমান পরিবহন সংস্থাগুলো যাতে প্রস্তুতি নিতে পারে সে জন্য তাদের পাঁচ মাস আগেই বিষয়টি জানানো হয়েছে। ”
যাত্রী ভোগান্তি যাতে যতোটা সম্ভব কম হয়, তা নিশ্চিত করতেও কর্তৃপক্ষ সচেতন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
“একই সময়ে দুই বা তার বেশি ফ্লাইট ল্যান্ড করলে কিছুটা হুড়োহুড়ি হতে পারে। এ কারণে গ্রাউন্ড হ্যান্ডলিং, ইমিগ্রেশন, কাস্টমসসহ অন্যান্য জায়গাগুলোতে যারা কাজ করেন তাদের তৎপর থাকতে হবে। যেহেতু রাতে আট ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকবে, তাই কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টাও ফ্লাইট শিডিউল অনুযায়ী ঠিক করা হবে।
”
অগাস্টে এ বিষয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান বেসামরিক বিমান কর্তৃপক্ষের এ কর্মকর্তা।
এ দিকে রানওয়ে সংস্কার শুরুর আগে ১ অগাস্ট শুরু হচ্ছে বিমানবন্দরের আধুনিকায়নের কাজ। ডেনমার্ক সরকারের আর্থিক সহযোগিতায় ৫৩০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ‘ইকাও’ মানদণ্ডে শাহাজালাল বিমান বন্দরের অবস্থান ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-২ এ উন্নীত হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পের জন্য গত ১১ জুলাই ডেনিশ ঠিকাদার প্রতিষ্ঠান মুংক এশফল্টের সঙ্গে একটি চুক্তিও করেছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।