স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
এই বুঝি আবার ঈদের চাঁদ উঠলো। খুশির আনন্দ বয়ে যায় সবার মাঝে..
চাঁদ নয় মনে হয় গৌধুলির সূর্য
চাঁদ আর মেঘের লুকোচুরি দেখছে একাকি রাত্র জেগে থাকা পাখিটা।
চাঁদ আর মেঘের লুকোচুরির মধ্য মনে হয় চাঁদেরি জয়।
চাঁদের শুরু থেকে শেষ পর্যন্ত। এভাবেই পুরো মাসের পর মাস পার করে।
দূরের ঐ আকাশে চাঁদ তারা আছে এক সাথে।
দূরের ঐ চাঁদের মত রাত্রি জেগে বসে আছি আমি একা।
চেয়ে চেয়ে দেখা হচ্ছে কে জয়ী মেঘ নাকি চাঁদ মামা?
চাঁদের আলোয় ঝলমল করে পুরো পৃথীবি।
চাঁদ নিয়ে এল ঈদের খুশি।
চাঁদ মামা নিয়ে এটা আমার প্রথম ছবি পোষ্ট।
এখানে সব ছবি আমার নিজের হাতে তোলা না। কিছু নেট থেকে আর কিছু আমার নিজের হাতের তোলা অনেক আগে। এই ছবিগুলো আমি আরো একবার নেটে ছেড়েছিলাম। কেমন লাগে জানাবেন। ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।