আমি সৌন্দর্য সৃষ্টি করি, আমি সৌন্দর্যের শিল্পী....
সম্প্রতি ইন্সটল করলাম অ্যাডোবি ফটোশপ সিএস৬। অসাধারণ সুন্দর নতুন ইন্টারফেস আর নতুন সব দুর্দান্ত ফিচার। এক নজরে দেখে নিন.........
১। নতুন ইন্টারফেস
এবারের ফটোশপে যোগ করা হয়েছে নতুন ডার্ক ব্ল্যাক ইন্টারফেস। কাজ করার পরিবেশ এখন আরো সুন্দর।
২। আরো কার্যকর কন্টেন্ট এওয়ার টুল
এবারের সংস্করণে আরো কার্যকর করা হয়েছে গত সংস্করণে যুক্ত কন্টেন্ট এওয়ার টুল। যোগ করা হয়েছে কন্টেন্ট এওয়ার প্যাচ এবং কন্টেন্ট এওয়ার মুভ।
৩। নতুন ক্রপ টুল
এবারের ফটোশপে যোগ করা হয়েছে নতুন ধরনের ক্রপ টুল।
ক্রপ করার সময় শুধুমাত্র ছবিটিই সরে যাবে এবং ঘুরবে, ক্রপ করার জায়গাটি থাকবে স্থির।
আর আমার একটা ফটোশপ এডিট :
আগে
পরে
এছাড়াও আরো দুর্দান্ত সব ফিচার নিয়ে উপস্থিত অ্যাডোবি ফটোশপ সিএস৬।
ডাউনলোড লিঙ্ক : Click This Link
যদি লিঙ্ক কাম না করে, ব্র্যাকেটের ভিত্রের লিঙ্কটা কপি কইরা এড্রেসবারে পেস্ট কইরা সাইটে যান।
[[http://thepiratebay.se/torrent/7225112/ADOBE_PHOTOSHOP_CS6_EXTENDED_EDITION_[thethingy]_]]
সবাইকে শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।