ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার। ।
আড্যোবি ফটোশপ পরিবারের সবচেয়ে লেটেস্ট ভার্শন হল “Adobe Photoshop CS 6 Extended”. চরম একটা ভার্শন। গ্রাফিক্স, ফটোশপ নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা অপুর্ব ভার্শন।
এতে যা কিছু নতুন -------
3D ডিজাইন অপশন।
দ্রুত গতি।
সহজ রিটাচ সুবিধা।
আরো বেশি পাওয়ার
এতো গুনের কথা শুনে নিশ্চয় খুব ইচ্ছা করছে এটি ব্যাবহার করতে। তবে এই নেন ডাউনলোড লিঙ্ক।
(১)টরেন্ট ফাইল (১.৩ জিবি)
(২) আডোবি ওয়েবসাইট থেকে Click This Link
এইবার আপনে ত্রিশ দিনের ট্রায়াল পেয়ে গেলেন।
ইউজ করবেন আর প্রেমে পড়বেন সিএস এর। কিন্তু তারপর কি হবে। গুগল মামুরে জিগাইবেন, ইউটিউবে যাইবেন। দেখবেন সব আজব কাম কাইজ।
(১) আপনেরে সার্ভে করতে বলবে, তারপর কিছুক্ষণ আজাইরা গুরাইয়া ছাইরা দিব।
খালি হাতে ফিরে আইবেন।
(২) ফেইক কতগুলা সিরিয়াল নাম্বার পাইবেন।
(৩) এমন কতগুলা ফাইল প্যাচ (patch) দিব, তা আক্টিভেট করতে আবার সিএস ৫ লাগব।
পরে পেইন খাইয়া আমারে গালি দিবেন। আমরা তো পুরা কাইন্দ্যা দেওয়নের অবস্থা হইছিল।
তাই এই লন দুনিয়ার সবচেয়ে সহজ উপায় জেনুইন করেন নিন আপনার অ্যাডোবি ফটোশপ সিএস ৬ এক্সটেন্ডেড। (না দেখলে মিস)
১.২৩ এমবির জিপ ফাইলটা নামাইয়া আনযিপ করে। । ফটোশপ বন্ধ করে দেন।
তারপর
৩২ বিট এর জন্যঃ ৩২ বিট ফোল্ডারে থেকে amtlib.dll ফাইলটিকে :\Program Files\Adobe\Adobe Photoshop CS6 এর ভিত্রে কপি ও রিপ্লেস করেন।
৬৪ বিট এর জন্যঃ ৬৪ বিট ফোল্ডারে থেকে amtlib.dll ফাইলটিকে :\Program Files\Adobe\Adobe Photoshop CS6 এর ভিত্রে কপি ও রিপ্লেস করেন।
তারপর মজা আর মজা...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।