আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের প্রতিধ্বনি

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। একদিন আমরা একদিন আমরা আশ মিটিয়ে ঝগড়া করবো একদিন ঝগড়া করতে করতে চুলোচুলি হতে হতে গড়াগড়ি খেতে খেতে যেতে যেতে যেতে যেতে আমরা তপোবনে ভিড়বো আমাদের ঝগড়া থেমে গেলে একটু পাহাড় থেকে নেমে রুপালী নদীর মাছ দেখবো পাতার ফাঁকে পাখির কুজন গাছের আড়ালে লুকানো হরিণ শাবক শিকারীর তাড়ায় দিগ্বিদিক ছুটতে ছুটতে ছুটতে ছুটতে পথ ভুলে কাছে এসে পড়লে মুচকি হেসে মাথা দোলাবো কোলে তুলে আদর মেখে বলবো পৃথিবী সুন্দর হরিণ সুন্দর হরিণ চোখ সুন্দর সেই সাথে ঝগড়াটে তুমি সুন্দর তোমার তামাটে রঙ গোধূলী লাল হতে হতে হতে হতে তিন পাঁচ সাত কাটাকাটি খেলতে খেলতে হাসতে হাসতে চোখের জল মুছতে মুছতে আমরা জীবন কি জিনিস ভুলেই যাবো। মাহী ফ্লোরা'র এক পোষ্টে কমেন্টকৃত। ২। এই ঘরে আলো দাও সাঝ নেমেছে এই ঘরে আলো দাও অনেক দিনের পরে এলাম বদ্ধ আতুর ঘরে।

আমার তো এখানে এত আগে আসার কথা ছিল না আমারই তো আলোক হওয়ার কথা ছিল কথা ছিল পুষ্পমঞ্জরী অধিগ্রহণ করার একদিন এক নিকষ অমাবস্যায় ভিজে ভিজে জোনাক হতে হতে নিভে গেলাম। তবু এসেই যখন পড়েছি এক মুঠো আলোক দাও নইলে ফিরিয়ে নাও লালন ভিটেয় যেখানে লালিত মোর চির হরিৎ স্বপ্ন। ৩। সমুদ্রের প্রতিধ্বনি রুদ্ধ কথার ঝড় সমুদ্র বক্ষে যায় ফিরে আসে সফেন ফেনায় আলবাট্রসের ডানায় ভর করে এভাবে কথারা বারবার যায় কি এক তাড়নায় ফিরে আসে পাখি রূপে। যে মানুষ একবার সমুদ্রে যায় সে কি ফিরে আসে মানুষের মন নিয়ে তার স্বপ্ন ডানায় ভাসে সাগরের রূপরেখা শব্দের অভিব্যক্তি আসমুদ্র ফিরে যায় ফিরে আসে প্রতিধ্বনিরূপে।

অভিযাত্রী হয়ে এক জনমে সাগরে যাওয়া যায় ফিরে আসা হয় কোন এক আলবাট্রসের বাহক হয়ে। শিরীষের ফেসবুক ষ্ট্যাটাসে কমেন্টকৃত। ছবিঃ নিজস্ব এ্যালবাম। (কক্সবাজার সমুদ্র সৈকত)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।