আমাদের কথা খুঁজে নিন

   

আমি সমুদ্রের রূপ দেখেছি

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

আমি সমুদ্র দেখেছি, একবার নয়, বার বার - বহুবার। বন্দর থেকে বন্দরে, সাগর মহাসাগর পেরিয়ে ছুটে গেছি বার বার! কৌতূহলী তারাদের সাথী করে - সমুদ্রে, মহাসমুদ্র্রে কেটেছে জীবনের অগণিত নিঃসঙ্গ রাত - প্রায় একটা গোটাজীবন! একে একে সবই দেখেছি - সাগর, উপ-সাগর, মহাসাগর। বহু সূর্যোদয়, বহু সূর্যাস্ত দেখেছি- একবার নয়, বার বার - বহুবার। পৃথিবীর কোলাহল থেকে দূরে, চিরতন-হরতন-ইস্কাপনের গৎ বাঁধা নিয়ম ভেঙে, একান্তে নিজের কাছে থাকবো বলে - আমার সমুদ্রগামী হওয়া। শব্দদূষণ আর সংকীর্ণতা এড়াতে, জীবনের যানজট থেকে বাঁচতে, অহেতুক বাক-বিতন্ডা পরিহার করতে - আপন মনে থাকবো বলে- আমার প্রথম সমুদ্রে যাওয়া।

ভেবেছিলাম পৃথিবীর অগণিত ব্যথার নদীগুলোর নীল জল - সমুদ্রে গিয়ে মেশে বলেই বুঝি সমুদ্রের রং নীল। পরে জেনেছি, সাগরের জলরাশি কেবল নীলই নয় - সময়ের সাথে বদলায়, আরো বহু রঙের হয়। সে রং কখনো সবুজ, গাঢ় নীল - কৃষ্ণ কালো অথবা বর্ণহীন। ঋতু বা নারীর মতই প্রতিনিয়ত রং রূপ বদলাতে থাকে তার। সমুদ্র কেবল প্রশান্তই নয়, বরং আমাদের মতই শোক-দুঃখে কাতর কখনো জরাগ্রস্ত, কখনো পরাভূত, অস্থির, অশান্ত।

ভেবেছিলাম সমুদ্রের কি বিশাল হৃদয় হবার কথা - সব জলধারা, আর সকল অশ্রুর নোনা জল যেথায় গিয়ে মেশে তার আবার দুঃখ কি - নিশ্চয়ই সে সকল দুঃখ হরণকারী প্রশান্ত, নিথর। কিন্তু পরে জেনেছি, ঝড়ো বাতাস হঠাৎই এসে সমুদ্রের জীবন যখন তছনছ করে দিয়ে ফিরে যায়, সমুদ্র তখন আমাদের নারী প্রকৃতির মতই হত-বিহ্বল - কান্নায় ভেঙ্গে পড়ে - ফুঁসে ওঠে অভিমানে, কিছুই-না-করতে-পারার দুঃখে। তারপর ঝড় থেমে গেলে, একসময় কান্ত ও পরিত্যক্ত সমুদ্রের কান্না থামে, লাভ-ক্ষতির সমীকরণ মেলানোর চেষ্টা চলে - আমাদেরই মত, সে আগামীর তরে বুক বাঁধে, সকল দুঃখ ভুলে। [ছবিটি জাহাজ থেকে তোলা দক্ষিণ কোরিয়ার বুসান(পুসান) বন্দরের]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।