আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের কাছে

সত্য সর্বদাই রাজনৈতিক

আসলে সমুদ্রের কাছে অনেককিছু হলো রাশি রাশি খাবার-দাবার রোস্ট-কারি ফুরলো। ঢেউয়ের উপর লাফালাফি শোয়া ছাতার নীচে হরেক খেলায় মন মেতে যায় ভেজা বালুর বিচে। যখন তখন উঠছে ছবি জ্বলছে ফ্লাশের আলো শুয়ে বসে নানান পোজে গ্রুপ এবং সলো। রোজ দুবেলা লাগছে গায়ে সাগর পারের হাওয়া হাওয়ায় হাওয়ায় উড়ছে কত গোপন চাওয়া-পাওয়া। তাজা হাওয়ায় বাড়ছে খিদে,বাড়ছে খিদে তাই রূপচাঁদারা রূপ হারিয়ে যাচ্ছে হয়ে ফ্রাই। আসলে সমুদ্রের কাছে অনেক কিছূ হলো রঙ বেরঙের ফূর্তিতে বুক কাঁপছে টলোমলো। অনেক পাওয়ার আবেশ নিয়ে দিন কাটিয়ে গেলে অনেক কিছু হলো জানি সমুদ্র কি পেলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।