আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের সন্তান



যাই, নিজেরই ছায়া মেপে। ঐ আলো দূরপথে তুমি অস্থির আমাকেই ফেরাবে যদি সর্বনাশের বাঁশী তবে বাড়ালাম নিজেরই দিকে। আদিগন্ত ভেসে যাওয়া তুমি, সে-তো আমরাই শরীর-ছেনা-পাথর; অন্য কোনও গানের রেখায় উদাসীন আছো ভালো? নাই যদি বলি কথা, নাই যদি ধরো হাত আকাশ ঠিকই জেনে নেবে তুমিও সমদ্রসন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।