আমাদের কথা খুঁজে নিন

   

সাপে কামড়ালে কী করবেন

mamun.press@gmail.com বেশিরভাগ মানুষের বিশ্বাস, সাপ কামড়ালে মানুষের মৃত্যু অবধারিত। কিন্তু তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কথা হলো, আমাদের দেশে অন্য দেশের তুলনায় বহু কম সাপ রয়েছে। আর যেগুলো আছে সেগুরোর ৯০ ভাগ কামড়ালে তাতে ভয়ের কিছু নেই।

কিন্তু দংশন করা সাপটি বিষাক্ত কি না, তা বুঝতে পারি না। কারণ অনেক সময় সাপটি ঠিকমতো দেখার আগেই তা আক্রমণ করে বসে। তাই যেকোনো সাপ কামড়ালেই সঙ্গে সঙ্গে অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন নেয়া উচিত। তবে একটি কথা সত্যি যে, সাপে কামড়ালে মানুষ নিজে যত আতঙ্কিত হন, তার চেয়ে বেশি ভয় পান অন্যদের ভয় দেখে। এছাড়া সিনেমায় সাপ কামড়ালে যেভাবে মুখ দিয়ে চুষে বিষ বের করা দেখানো হয়, তা একেবারেই অবাস্তব।

এমন কাজে যে বিষ মুখ দিয়ে চুষে বের করে, তার জীবনেও বিপদ ঘনিয়ে আসতে পারে। সাপে কামড়ালে তাহলে কী করবেন? কাউকে সাপে কামড়ালে প্রথমেই তার মন থেকে ভয় তাড়ানোর চেষ্টা করুন। আক্রান্ত মানুষটিকে বেশি আতঙ্কিত হতে দেবেন না। এতে শরীরে অন্য সমস্যাও দেখা দিতে পারে। হ্যার্ট অ্যাটাকও হতে পারে।

এমনকি ডায়াবেটিক রোগীদের ব্লাড লেভেল বেড়ে যেতে পারে। সাপে কামড়ানো জায়গা তৎক্ষণাৎ পরিষ্কার করে ঢেকে দিন। এতে সংক্রমণের আশঙ্কা থাকে না। সে জায়গায় চাপ দিয়ে বিষ বের করার অযথা চেষ্টা চালাবেন না। হাতের কোনো অংশে সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে ঘড়ি, আংটি ইত্যাদি খুলে ফেলুন।

এছাড়া নির্দিষ্ট জায়গাটি যথাসম্ভব নড়াচড়া না করে থাকুন। সঞ্চালন যত কম হবে, বিষ ততই কম ছড়াবে। সাপে কামড়ানো ব্যক্তিকে যদি আধ ঘণ্টার মধ্যে ডাক্তারের কাএছ নিয়ে যেতে না পারেন তবে নির্দিস্ট জায়গাটির দু’পাশে শক্ত করে বেঁধে দিন। এমন করলে সে জায়গায় রক্তা সঞ্চালন কম হবে। ফলে রক্তের মাধ্যমে শরীরে বিষ ছড়ানোর সম্ভাবনাও কম হবে।

এরপর যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করা উচিত যাতে অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।