আমাদের কথা খুঁজে নিন

   

একটি শিক্ষামূলক ব্লগঃ সাপে কাটলে কি করনীয়......



গত তিন দিন অনেক ভালো কেটেছে, অফিসে যেতে হয়নি। অফিসে যাওয়াটা এখন একটা পেইন হয়ে দাঁড়িয়েছে। আর ভাল লাগে না। না লাগলেও উপায় নেই আবার কাল থেকে শুরু হবে নাইট শিফট। গত তিন দিনে রেড ক্রিসেন্ট হেড কোয়ার্টারে ফার্স্ট এইড ট্রেনিং করলাম।

অনেক কিছুই শিখলাম। এখান থেকে কিছু কিছু ধারাবাহিক ভাবে ব্লগে লিখব, কেন না এসব জানা সবার জন্যই অনেক দরকার। কারন আমাদের তাৎক্ষণিক ভাবে নেওয়া কোন সিদ্ধান্ত আর কাজের ফলে বেঁচে যেতে পারে একটি প্রাণ। আজ যেটা নিয়ে লেখব, তা হল সাপে কাউকে কামড়ালে কি করতে হবে। এখন বর্ষাকাল, সুতরাং যে কাউকে সাপ কামড়াতে পারে, এক্ষেত্রে সঠিক সময়ে নেয়া কোন সিদ্ধান্তের ফলে কাউকে বাঁচানো সম্ভব।

সাপে কাটলে কি করনীয়ঃ প্রথমে খতস্থান পরিস্কার করতে হবে। সাবান আর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে ক্ষত স্থানটি। এরপর ক্ষতটি ভাল করে দেখতে হবে। যদি বিষধর সাপ কামড়দেয় তাহলে শুধু দুইটি অথবা একটি গভীর ক্ষত দেখা যাবে। অনেক দাঁতের চিহ্ন থাকলে বোঝাযাবে বিষধর নয় এমন সাপ কামড় দিয়েছে।

বিষধর সাপের কামড় না হলে ক্ষতস্থান পরিস্কার করে ধুয়ে ড্রেসিং করে দিতে হবে, এবং ব্যান্ডেজ বেঁধে ড্রেসিংকে যথাস্থানে রাখতে হবে। বিষধর সাপে কামড়ালে সে ব্যক্তিকে মাথা সামান্য উঁচু করে শুইয়ে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে একেবারেই নড়াচড়া করতে দেয়া যাবে না। কারণ নড়াচড়া করলেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। এরপর এমন করে বাঁধন দিতে হবে যাতে রক্তচলাচল একেবারে বন্ধ না হয়ে যায়।

কিন্তু লক্ষ্য রাখতে হবে আক্রান্ত ব্যক্তি যেন পা (যদি পায়ে কামড়ায়) নড়াতে না পারে। এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। আক্রান্ত ব্যাক্তির ভয় থেকে মেন্টাল শক হতে পারে, সেজন্য তার সাথে কথা বলে তাকে আশ্বাস দিতে হবে এবং সাহস দিতে হবে। রেড ক্রিসেন্টের তথ্যানুযায়ী সাপে কাটা ব্যক্তিদের মধ্যে যারা মারা যায় তাদের বেশির ভাগই মারা যায় মেন্টাল শক জনিত কারণে। যা কোন অবস্থাতেই করতে দেয়া যাবে নাঃ আক্রান্ত ব্যক্তিকে কখনই ঘুমাতে দেয়া যাবে না।

ওঝার জন্য আক্রান্ত ব্যক্তিকে ফেলে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠাতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.