আমাদের কথা খুঁজে নিন

   

সাপে কামড়ালে করনীয় কি ?

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... সাপে কামড়ালে করনীয় কি ? সাপের কামড়ে সাধারন মানুষের পাশাপাশি অনেক সাপুড়ের মৃত্যুর কথা শোনা যায় । তবে এনাকন্ডার মত বড় বড় সাপের কামড় খেয়ে বেঁছে আছে অনেক বিদেশী সাপুড়ে কিন্তু হারাতে হয়েছে তাদের তর্জনী আঙ্গুল । সাপে কামড়ালে তারা বেদেদের কাছে যায়না যাই হাস্পাতালে সাধারন ডাক্তারের কাছে । আমাদের দেশের অধিকাংশ ডাক্তার এক রকম মফিজ , তাই ওদের নিয়ে কথা বাড়াবোনা । সাপে কামড় দিলে প্রথমে পায়ে তার পর তর্জনী ও বিদ্ধা আঙ্গুলে বাঁধন দিবেন ।

হাতে কামড় দিলে কব্জির ওপরে বাঁধন দিবেন বাড়তি সাবধানতার জন্য । রোগীকে ঘুমুতে দিবেন না । চালের ঘরের মত কোন প্রকার বাঁধন দেয়া ঘরের ভীতরে প্রবেশ করতে দিবেন না । পাশে যদি ডাক্তার বা গুণী থাকে তাদের কাছে নিয়ে যাবেন । যদি না থাকে নিজে একটা রিস্ক নিতে পারেন ।

সাপের বিষের একটি সাধারন বৈশিষ্ট্য হল রক্তের সাথে মিশতে শুরু করে পায়ের তালু থেকে । আর কামড় দেবার সাথে সাথে যদি বাঁধন দিতে পারেন তবে তো আপনি বাংলা হিন্দি সিনেমার নায়ক হয়ে যাবার সুযোগ পাবেন । এর মূল মন্ত্র হল বিষ মিশ্রিত রক্ত বেড় করা , আপনার দাঁত যদি ভাল থাকে অর্থাৎ মাড়ি দিয়ে যদি রক্ত না পড়ে । মুখ দিয়ে রক্ত টেনে বেড় করতে চেষ্টা করুন । ভয় নেই সিনেমার নায়কদের মত আপনিও মরবেন না ।

এভাবে বিষ টেনে বেড় করলে (রোগ টির নাম ভুলেগেছি অনেক আগে পেপারে পড়েছিলাম তো) সেই রোগের প্রতিসেধক হিসেবে কাজ করবে । সামান্য মাথা ঝিম ঝিম করতে পারে আপনার মানুষিক ভিতির কারনে । আপনি নিশ্চিত নয় যে সম্পূর্ণ বিষ উঠেছে । তাই একটি ব্লেড দিয়ে এক্স চিনহের মত কয়েক জায়গা কেটে দিন রক্ত বেড় করতে থাকুন । যদি কালো রক্ত বেড় হয় ভাববেন বিষ আছে ।

লাল রক্ত বেড় হওয়া পর্যন্ত রক্ত বেড় করুন । ২। আরও ভাল হয় যদি আপনি রোগীর পায়ের বুড় থেকে তিনটি আঙ্গুলে পাট বেঁধে মাদারের কাঁটা দিয়ে ফুড়ে ফুড়ে রক্ত টেনে বেড় করতে পারেন । কিন্তু সেই পাট বাধার নিয়ম আছে । আপনার পরিচিত কোন গুনির কাছে শিখে নিতে হবে ।

(শুনেছি মাদারের কাঁটা নাকি সাপের বিষের জম । তাই গুণীরা মাদারের কাঁটা ব্যাবহার করে থাকে । ) বাড়তি সাবধানতার জন্য কিন্তু ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যেতে ভুলবেন না । তবে যদি দেখেন সাপের কামড়ে একাধিক ছিদ্র রয়েছে তবে ভয় নেয় । বিষাক্ত সাপে কামড়ালে দুটি ছিদ্র হবে ।

মনে রাখবেন যে সাপের লেজ চিকন সেই সাপে বিষ বেশী । যায় হোক সাপ মারবেন না । সাপ আমাদের প্রাকৃতিক সম্পদ ও খুব মুল্যবান । সাপের উপদ্রব আপনার দৃষ্টি গোচর হলে সাপুড়ে বা যারা সাপের চাষ করে তাদের বলুন । ওরা ধরে নিয়ে যাবে ।

- http://www.tunerpage.com/archives/34537 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।