মধ্যপ্রাচ্যের দুবাই! শুনলেই সবার মনে এক আধটু দোলা দেয় একনজর দেখার জন্য। কিন্তু আপনি কি জানেন, দুবাইতে এখন ইনভেস্টর কমে গেছে!!! আর দুবাই সরকারের মাথায় কতটুক ঋণের বোঝা? ইন্টারনেট সুত্রে যতটুক জেনেছিলাম দুবাই মেট্রো ও বহুল আলোচিত বুর্জ খলীফা বানাতে যে চড়া ঋণ ও সুধের ভার দুবাই সরকারকে পোহাতে হয় তা দিয়ে নেপালের মোট দেশকে ১২বার কিনার ক্ষমতা রাখে। চিন্তা করে দেখুন একবার কি পরিমান পয়সা খরায় এরা ভুঘ্ছে!!! এমন যদি হয় সামনে দুবাইয়ের কি হবে তা এক বৃটিশ ফটোগ্রাফারের নজরে!!! কি আপনি বিশ্বাস করছেন? জি এমন হতে পারে আগামীর দুবাই আমার আগের পোষ্টটি দেখুন অবস্যই ভালো লাগবে --- নতুন টুইটার ভবনের কিছু ছবি, না দেখলে মিস করবেন শিউর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।