আমাদের কথা খুঁজে নিন

   

অভিজ্ঞান শকুন্তলম-২

অভিজ্ঞান শকুন্তল২ কিছুদিন পর দেবতাদের সাহায্যে জুদ্ধ করে স্বর্গ হতে ফেরার পথে মারীচ উনির আশ্রমের কাছে একটি সুন্দর বালক কে খেলতে দেখে রাজার হৃদয়ে বাৎসল্য রসে উদ্বেলিত হয়ে উঠলো। কবির ভাষাতে তার মনের কথা হল,”এই অপরিচিত শিশুর স্পর্শ সুখে আমার হৃদয় পুলকিত-শিহরিত হয়ে উঠেছে। এ শিশু যার সন্তান না জানি এর স্পর্শে তার কত আনন্দ হবে!” বলা বাহুল্য শিশুটি শকুন্তলা ও দুস্মন্তের পুত্র, নাম ভরত। পরিশেষে কিছুদিনের মদ্ধেই রাজা ও শকুন্তলার মধ্যে পুনরমিলন ঘটলো। শকুন্তলা নাটক শুধু সংস্কৃত নয়, বিশ্ব সাহিত্তে অমর সৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।