কবিতা-১
আহত অভিজ্ঞান
ব্যবহৃত হতে হতে দেহমন জুড়ে
বিষণ্ন সন্ধ্যার অভিসার
নিরাশার ডালপালা বাড়তে বাড়তে
ম্লান উর্বর আঙিনা
আর্তনাদের করুণ
আস্ফালন অবিরাম চলে
বুকের ভেতর
নিষিদ্ধ নীলা অনেক আগে ফিরে গেছে
আমাকে ছেড়ে।
তারপর নক্ষত্র আকাশ অন্ধকারে
ডুবে আছে সৃজনবিহীন ব্যর্থতার
ব্যারামে হাড্ডিসার কোঠরাগাত চোখ-
দিনের মানচিত্র খোঁজে আর কান্ত হয়
আবার খোঁজে...
গ্লানির কান্তি এড়িয়ে
একা একা সুখী হতে
চেয়ে নয়নের নীরে
ভরে বুক দীর্ঘশ্বাসে
ক্ষত বাড়ে...
পৌনপুনিক ব্যর্থতার জালে জড়িয়ে
যায় ভালোবাসার শ্বেত পায়রা
হাহাকারে বুক ভরে
পান করি নৈঃসঙ্গের হিম খুঁজে খুঁজে
মানুষ...
..................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।