আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের অভিজ্ঞান

অমিতাভ অধিকারী

বেদনাদের দ্বীপান্তর হচ্ছে। ক্রমশ,ধীরে ধীরে, এ নগর থেকে। অগোত্রীয় কাঠের শ্যাওলা খোলে অনাহূত আবর্জনা, অপবিত্র পূঁজের মত জমা হচ্ছে নির্ভুল ঐকিক নিয়মে। আনন্দ,আনন্দ শুধু অশ্লীল আনন্দ। আনন্দ,আনন্দ বিজ্ঞাপন বণিতাদের মুখে, সংবাদে,চায়ের আড্ডায়, দাম্পত্যের বিছানায়, এমনকি আমার একচ্ছত্র জানালায় এখন উঁকি দেয় সাদা দাঁতের বিপ্লবী ক্যানভ্যাসার, সর্বময় আনন্দের হাসিতে। বেদনারা চলে যাচ্ছে, চলে যাচ্ছে অভিমানে,অবসাদে, আলস্যের ঘুমের ঘোরে, আনন্দের কর্কশ কশাঘাতে। অভিজ্ঞান খুঁজে পেতে আমি শত ক্রোশ নাগরিক পদযাত্রায় এখনো পাইনি কোনো বেদনার নিটোল নীল পদ্ম। পাইনি কোন সুমেধাকে, যে এসে দাঁড়িয়ে আছে আটটি পদ্ম হাতে,জনাকীর্ণ নির্জনতায়, আমারই অপেক্ষায়। আমি শুধু বেদনাকে পেতে চেয়েছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।