আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতুর জন্য জগণ্ণাথ বিশ্ব বিদ্যালয় ! ?

আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না। পদ্মা সেতুর জন্য জগণ্ণাথ বিশ্ব বিদ্যালয় তার নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ ছাত্র প্রতিনিধিত্বহীন সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। প্রতিটি বিভাগকেই নিজের আয়ে চলতে হবে এমন সিদ্ধান্তও ণেয়া হয়েছে। ।

যেখানে বিশ্ব বিদ্যালয়ের সমস্যা -সংকট নিরসনের দাবী করলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আমাদের টাকা নেই, সীমিত মধ্যেই আমাদের চলতে হবে,বাস্তবতা তোমাদের বুঝতে হবে -সেখানে ১ কোটি টাকা দেওয়া বিলাসিতারই নামান্তর। গত বছরের বাজেট ছিল মাত্র ২৯ কোটি ৯৮ লক্ষ টাকা,আর এ বছর নাকি ৩৩ কোটি টাকা!!!সরকারের কাছে ক্রেডিট নেয়ার জন্যই এই প্রশাসন এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলে ছাত্র সমাজকে আন্দোলনে আহ্বান জানাই। পাশাপাশি বিশ্ব বিদ্যালয়ের সমস্যা -সংকট নিরসনে বাজেট বৃদ্ধির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আগামি রবিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল-সমাবেশের ঘোষণা দিয়েছে।

সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। link : http://www.facebook.com/nasir.morshed.7 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.