লিবিয়ায স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। আজ আবার ফিরলাম আবৃত্তি অঙ্গনে । অনেকদিন পর নিজের প্রিয় আঙ্গিনায় ফিরতে পেরে ভালো লাগল ,তবে গ্রুপে এখন বেশির ভাগই নতুন মুখ । পুরনো কয়েকজনকে চোখে পড়ল । সেই একই আন্তরিকতা,একই আড্ডা,স্মৃতিচারনা,টিএসসি চত্তর ।
খুব ভালো কাটল আজকের প্রথম প্রহরটা । সবাই বেশ আন্তরিকতার সঙ্গেই আমাকে গ্রহন করল । দলের প্রধানকে বললাম,ভাইয়া এতদিন বাদে আমি পারবো তো ? তিনি বললেন ,পারব না কথাটি নাকি আমার মুখে মানায় না । সামনে দলের একটা প্রযোজনা আছে । এখন পুরোদমে চলবে প্রস্তুতি ।
আবার একাডেমিক পরীক্ষা তো রয়েছেই । সেটারও প্রস্তুতি চলছে । তারপরও বলি, এই বেশ ভালো আছি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।