আমাদের কথা খুঁজে নিন

   

ব্যস্ততা

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই এই তো মানুষ বন্ধু তোমায় পায় নি কতদিন চায়ের পাতায় দুধ মিশে যায় যেমন করে নিবিড় ব্যস্ততা শব্দটা দানবের মত চিবিয়ে খায় আমাদের ........রসহীন একটা ক্যাকটাস গাছ মনে হচ্ছে ফুল নেই, শুধু টবে সাজানো কাঁটা আমাদের জন্য কোন রোববার নেই এমন কি শনিবার শুক্রবার প্রার্থনায় কি চায় মানুষ এত বনেদি দালানের চূড়া প্রেমহীন ব্যস্ত সময় যেমন টাকা সন্তর্পনে ব্লেডবাহী মানুষ তুলে নেয় ভিড়ের ভেতর, কসাই পশুর হাড় কেটে অন্য হাতে টাকা তুলে নেয় ব্যাঙ্ক নোটেরাও বড় বেশি কোনা কাটা আর ছোট নদীটি জল লুকিয়ে ওখানে জলছাপ হয়ে গেছে -- ড্রাফট /১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।