অসমাপ্ত সম্পূর্ণতায় নিমজ্জিত আমার অসম্পূর্ণ সমাপ্তি
দেয়ালে-সাঁটা পারদের প্রলেপ দেয়া এক টুকরো কাঁচের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রই আমি।
এর ভেতরের মানুষটাকে প্রশ্ন করি-
কে তুমি?
কথা বলেনা।
সে-ও আমার দিকে নিষ্পলক তাকিয়ে রয়।
আবার জিজ্ঞাসা করি-
কী চাও?
কোন উত্তর নেই...
বেশ রেগে যাই।
চিৎকার করে উঠি- কথা বলো না কেন?
জবাব- এক রাশ নিরবতা।
আমিও তাকিয়ে রই,
সে-ও চুপচাপ তাকিয়ে থাকে-
শূণ্য চোখে
পলকহীনভাবে।
কিছু কি দেখতে পাই ওই চোখে?
হতাশা?
ব্যর্থতা?
দুর্বোধ্য ঠেকে- বোঝার চেষ্টা করি।
ঠাহর করতে পারি না।
কিছু কি বলার চেষ্টা চালায় সে?
একটা পরাজয়ের গল্প-
এক হেরে যাওয়া মানুষের আত্মকথন?
দৃষ্টিতে কিছু কথা প্রকাশ করে সে- কিন্তু এক অজানা সাংকেতিক ভাষায়।
কিছু বোঝাতে চায় আমাকে...
কী?বুঝি না সেটা।
তবু এটুকু বুঝতে পারি, এ খাঁচা থেকে সে বের হতে চায়- কারণটা যদিও অজানা।
সাহায্য করবো?
সময় নেই আমার, ফিরে যাই কাজে।
চোখ সরানোর আগের মুহূর্তটাতে দেখি দৃষ্টিহীন ফ্যাকাসে সে চোখে নিরব আকুতি।
উপেক্ষা করি-
কার কী হলো তাতে আমার কী?
আমি যে ব্যস্ত,
বড় ব্যস্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।