আমাদের কথা খুঁজে নিন

   

ব্যস্ততা

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

এই মধ্য ত্রিশে দাঁড়িয়ে দেখি নিজে নিঃসঙ্গ প্রচণ্ড হাজারো লোকের মাঝে একা, কেউ নেই কথা বলার দু'দণ্ড আজ কোটি মানুষের শহর দেখে মনে হয় চুপচাপ শূন্য খুঁজতে গেলেই দেখি, প্রাণের কেউ নেই, স্তব্ধ অরণ্য বুকের গহীনে বিস্তৃত কোমল অরবিন্দ হয়েছে সবার অয়োময় আজ সবাই বড় বেশি ব্যস্ত, কারো নেই অলস সময়- আয়নায় একটুকু মুখ দেখার আনমনা হয়ে একটু স্মৃতির দুয়ার খোলার বৃষ্টির তালে একটু ঝিমিয়ে নেয়ার সবুজের মাঝে একটু নিঃশ্বাস ছাড়ার। কেউ ব্যাংক বীমায় কলম কর্ষণে ন্যস্ত কেউ নাটকে মডেলিংএ অন্যতে ফুটিয়ে তুলতে ব্যস্ত কবিরা স্ক্রীপ্ট ও ঔপন্যাসিকায় একাকার বোহেমিয়ানরা কেতা-দুরস্ত স্যুট-টাইয়ে দুর্নিবার পুঁজিবাদ-ধনতন্ত্র গিয়ে খেয়েছে অলস সময় সবাইকে অর্থ দেখাচ্ছে শূন্যতায় ভরা কাল্পনিক অভয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।