আমাদের কথা খুঁজে নিন

   

মায়া।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । "মাঝে মাঝে এমন হয়- তোমায় আমি আদর করে ডাকি অপেক্ষা করি তুমি হুম বলতেই, একটা কথা বলবো তুমি হুম বলতে এতো দেরি করো আমার আর কথা টা বলা হয় না! তোমার আমার অনেক কথা হতে হতে আমি এবার তোমায় আদর করে ডাকি, অপেক্ষা হুম বলতেই *** আমি বুক হালকা করবো, তুমি ! কোন জবাবই দিলেনা****!!! আমার তখনো কথাটি বলা হয়না। সকাল দুপুর বিকেল সন্ধ্যা গড়িয়ে তুমি গোছাবার আগে আমি চোখ ভারি করে আদর করে ডাকি আমার ডাকেই তুমি সারা দাও হুম***বল জান*** আমি স্তব্দ হয়ে যাই সাথে সাথে আমি, অনেক কিছু বলতে গিয়েও থমকে যাই, আমার বুক চিরে হাজার কথা আমার গলা পর্যন্ত আসে, কিন্তু কে যেন কণ্ঠনালী চেপে ধরে****** আমি কষ্টে ফোঁপাতে থাকি,কিন্তু- কোন শব্দ আমি বের করতে পারিনা, এই কষ্ট থেকে মুক্তি পেতে আমি মিথ্যা বলি কিছুনা জান****এমনি******মায়া থেকে ডাকলাম।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।