আপাতত ঘুরপাক খাচ্ছি! ১. আমি মানুষ হতে চাই আমি মানুষ হতে চাই দু'পায়ে দাঁড়িয়ে সগর্বে বলতে চাই জয় মানবতার জয়। কোথা থেকে এক অজানা বন্যপ্রানী আমাকে তাড়া করে ছুটতে ছুটতে আমি চার পায়ের নখরযুক্ত জন্তুতে পরিণত হই। আমার হৃদপিন্ডে ঢুকে পড়ে দানব ফুসফুসে ঢুকে পড়ে হিংস্রতর শ্বাস। আমার বিবেক আমার উপলদ্ধি সারা অঙ্গে তুলতুলে নরম আদর মাখে আমাকে মানুষ গড়ার জন্য পাতে তুলে দেয় হালাল রুজি। আমি ঘুমঘোরে অজানা আতংকে জেগে উঠি, আবার ঘুমাই মানুষ আর জন্তু রেখায় নিত্য যুঝে যাই। আমি মানুষ হতে চাই দু'পায়ে দাঁড়িয়ে সগর্বে বলতে চাই জয় মানব সভ্যতার জয়। ২. মায়া মায়া আমাকে টেনে ছিল তার কায়ার ভেতর ছায়া হয়ে নাভিমূলে প্রবেশের দয়া হয়নি। আমি চেয়েছি এক নির্জলা সহজ পথ সে দেখালো এক ক্ষত হাড়ের অলিন্দে শুয়ে এক জন্তু বিশ্রামরত। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।