দু'পায়ে পরেছি দুঃখের নূপুর বাজিয়ে হাঁটছি সকাল দুপুর।
আকাশ ভরা চাঁদ, জোসনায় মাখামাখি
নদীযমুনার তীরে তোমার সঙ্গে থাকি।
তুমি বললে চুপ
আমি বললাম, খুব বাড়াবাড়ি হচ্ছে
তুমি আঙুল নেড়ে বোঝালে, সব তোমার ইচ্ছে।
তখন একটুখানি নিচে নেমে এসে চাঁদ
কী সব বলল তোমার কানে কানে
বুঝলাম, আরও একটা ফাঁদ
পাতা হচ্ছে চাঁদের সঙ্গে সঙ্গোপনে।
যতই পাতো ফাঁদ
তুমি ও বিপুল চাঁদ
যতই জল বাড়ুক নদীযমুনায়
পূর্ণিমার টানে, আমার দিকে
যতই আঙুল তোমার উঠুক
আমার মনে তোমার উপস্থিতি
কেবলই বাড়ুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।