১.
মায়াবী ডানায় উড়ে যায় কিছু মায়া।
কিছু সুখ শব্দ....
জব্দ কালো জাদুর নিঃশব্দ ছোঁয়ায়।
চুমকির মত আকাশে
তোমার চোখের মত চাঁদ
আলো দেখি মমতায়
আর-
মন ভাল হয়ে যায় বারবার।
২.
আমি সারাদিন তোমাকে ভালবাসি।
সারাদিন ছেড়ে যাই ভাবি
সারাদিন দূরে থেকে তোমাকে পাই
সারাদিন নতুন থাকে প্রেমেরা
নতুনের মত ডুবে যাই।
সারাদিন প্রেমে ভাসি।
৩.
আমার গায়ে মৃত লাশের গন্ধ
আর আনন্দ তোমার শরীরে।
মোমবাতির রহস্যময় আলোয়
যে নারীকে দেখো তুমি
প্রতিদ্বন্দ্বী অন্ধকারের বিরুদ্ধে
সে তোমার প্রবল প্রতিবাদ।
নারীর আকন্ঠ নম্রতায় মুগ্ধ ছিলে তুমি।
তাই মৃত্যুতে বড় শোকাবদ্ধ।
আর এখন এসময়...
আমার গায়ে মৃত লাশের গন্ধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।