দোয়া করি যেন ভাল থাকেন। দোয়া করবেন যেন ভাল থাকি আমার আব্বা একজন আমদানী কারক। তিনি বছর ১০ আগে এ লাইনে ভাল ব্যবসা করেছিলেন কিন্ত যুগের তালে আর পারছেন না । ইন্টারনেটের যুগে তিনি ব্যবসা গুটাতে শুরু করেছেন। উনার পুরানো ব্যবসায়ী বন্ধুগন কম দামে তাদের পন্য দিতে ব্যর্থ ।
তিনি হারতে হারতে এখন আশ্রয় নেন ইন্টারনেটে কিন্তু উনি ইন্টারনেট নিয়ে কিছু বুঝেন না তাই ভার পড়ল আমর গায়ে। কিন্তু আমরা কপাল যেন খুলে না । ব্যবসা শুরু হয় ২০০৫ থেকে তখন ব্যবসার সুবাদে হাত পড়ল এক সেনেগাল এর ব্যক্তির সাথে । বিষয় ছিল তেল আমদানী। সয়াবিন তেল।
দাম ও তুলনা মুলক বেশী কম থাকায় লোভের ছায়া পড়ল আমার উপর। উঠে পড়ে লাগলাম ব্যবসার জন্য। ৩৫ হাজার মেট্রক টনের আমদানী । এতে কম হলেও ১৫ - ২৫ কোটি টা লাভ। মানে কাচা ১৫ কোটি টাকা।
আমরা এলসি করতে ্যখন ্যাব সে বলে উঠল তারা এলসি গ্রহন করবে তখন যখন তাদের হাতে ১২ লাখ টাকা হাতে আসবে । মানে ওদের দেশে গিয়ে টাকা টা দিতে হবে। আমার আব্বার সন্দেহ হয়। কিন্তু লোভটা ফেলতে পারে না । তাই আমার বড় ভাই কে নিয়ে সেনেগাল রওনা হয়।
কাচা ১২ লাখ টাকার সম পরিমান ডলার নিয়ে। সেনেগাল ্যাওয়ার ২ পরে ওরা আমার আব্বার সাথে কন্টাক করে। আমার আব্বাকে বলে ওরা একটা মিটিং এর কথা বলে এবং একটা ব্যগে ১২ লাখ টাকা গুলা নিতে বলে (সে সময় বলে ওদের হাতে এলসি পোছেসে)। ওরা আমার আব্বাকে হোটেল থেকে তুলে নিবে বলে। আমার আব্বার সন্দেহ হয় ।
তাই উনি লোকাল পুলিশের সহায়তা চাই। তারা সহায়তার আশ্বাস দেয় এবং আমার আব্বার সাথে একজন ইুনিফর্ম ছাড়া পুলিশ পাঠায়। ওরা ্যথা সময়ে আব্বুকে পিক আপ করতে আসে । আব্বু ভাইয়া আর ঐ পুলিশটা ্যাকে বলা হয়েচিল গাইডের বেশ ধরতে। ওরা আমার আব্বা কে নিয়ে কাছের একটা নির্জন পার্কে গাড়ী দাড় করিয়ে ছুরি বের করে টাকা চেয়ে বসে।
সেই মুহুর্তে পুলিশ ছিল বলে রক্ষা । না হলে এত গুলা টাকা মাইর যাইত। বিশাল একটা ব্যথিত দিল নিয়ে আব্বু আর ভাইয়া দেশে ফিরল । সাথে চলে গেল অনেক টাকা। মানে ভিসা প্লেন ফেয়ার আরো অনেক কিছু।
১৫ কোটি টাকা লাভ দেখতে গিয়ে লস খেত হল অনেক টাকা
এখানে শেষ........... আগামীতে আরেকটা পর্ব লিখব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।