আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটার সাথে কথার মাঝে এসে পড়লো স্টার প্লাস!! ধুর **

গত পরসু মানে মঙ্গলবারে কল করেছিলাম মেয়েটাকে তখন প্রায় ৮টা ৫০ থেকে ৯টা ১০ বাজে (সঠিক সময় খেয়াল নেই) হ্যালো -হ্যালো কি খবর? (আমাকে জিজ্ঞাস করেছে) এইতো ভালো কেমন আছো? -ভালো কি করো? -কিছু না তারপর কিছুক্ষণ কথা চললো--------- -এই তুমি একটু পরে কল দিতে পারবা? কেন? -না মানে, আমি টিভিতে সিরিয়াল দেখছি স্টার প্লাস? : -হ্যা (হালকা লজ্জা পেয়েছিলো মনে হয়) আরে ধুর কি দেখ এইসব? আমি তোমাকে কাহিনী বলি দারাও! নায়িকার শাশুরী খুব খারাপ, খাবারে লবন বেশি হয়েছে তাই ওকে অপমান করেছে!! যদিও লবনটা ওর ননদ দিয়েছে!!! -তুমি রাখবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে! ভাইয়েরা, আপনাদের ঘরে কে দেখে এই সিরিয়াল? নামটা কি বলতে পারেন? নামের শুরুতে "খুশি" শব্দটা আছে মনে হয়! যদি সেটা রাত ৮টা ৫০ এ হয় তাহলে কোন একটা সিরিয়াল শেষের দিকে ছিলো, আমার সাথে বিজ্ঞাপন বিরতির সময় কথা হয়েছে। আর যদি ৯টা ১০ এ হয় তাহলে কোন একটা সিরিয়াল শুরু হয়েছে! কিন্তু আমার মনে হয় ৮টা ৫০ এর সিরিয়ালটার সম্ভাবনা বেশি। আমাকে হেল্প করেন, আর পারলে কাহিনীটাও একটু বলেন, বেশি বলা লাগবে না, আমি বাংলা সিনেমা আর হিন্দি সিরিয়াল এর কাহিনী বুঝে ফেলি, সবাই বুঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.