আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটার শরীরের মূল্য দু'শো টাকা



বৈচিত্রময় মানুষের এই জীবন। কেউ আছে সুখে, কেউ আছে দুঃখে। কেউ আছে সুউচ্চ ভবনে, আবার কেউ আছে জীর্ন কুটিরে। বাদল বললো, চল আজ ঘুরে আসি কোথাও থেকে। কিছুক্ষন পরে একটা হোটেলে হাজির হলো।

মগবাজারের কোন এক হোটেল। ভেতরে প্রবেশ করার সময় ই দেখি কিছু মেয়ে লাইন ধরে বসে আছে। "কোথায় নিয়ে আসলি আমাকে" প্রশ্ন করতে পারিনি। অবাক হয়ে সুন্দরী মেয়েদের দেখছি। বুঝতে বেশী দেরী হলনা আমি কোথায় এসেছি।

অপেক্ষমান এই মেয়ে গুলো খদ্দের খুজছে। বাদল এসেছে কোন একটা মেয়ের সাথে কিছুটা সময় আনন্দ নেয়ার জন্য। আমি বাদলের পাশেই বসা। দালাল জয়নাল কয়েকটা মেয়ে পরিবর্তন করে দেখালো। অবশেষে কম বয়সের একটা মেয়েকে বাদলের পছন্দ হইলো।

সিলেক্ট করার পরেও আমরা সোফাতো বসা। অনেক কিছু্‌ই ভেবে ফেললাম এখানে বসে। মেয়েটাকে দেখছি আর নানা কথা ভাবছি। বাদল একটু বাইরে গিয়েছে। তুমি এই কাজে কবে থেকে? এই প্রশ্নটা করে আমার চুপ থাকার মুডটা ভাঙলাম।

বললো তিন দিন হয়েছে। কেন এসেছো? বলতে চাইলো না। শুধু এতটুকু বললো এই সামান্য সময় নিয়ে এত গুলো কথা বলা যাবে না। আর প্রশ্ন করে ওর কষ্টটা বাড়ালাম না। বাদল আসলো।

একটা কামরাতে দোজন চলে গেল। আমি বাইরে চলে এলাম। আইস্ক্রীম আর ঠান্ডা কোক, দুটোতেই আমার সমান নেশা। কনফেক্সনারীতে এসে কোক নিলাম। কিছুক্ষন পরে বাদল এল।

বললাম কিরে কত টাকা দিয়ে এলি? দুশো টাকা। বুঝতে পারলাম মেয়েটার শরীরের মুল্য দুশো টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.