আমাদের কথা খুঁজে নিন

   

আমি শুধু মেয়েটার কষ্টের ভাষা বুঝতে চেয়েছি



১. আমি শুধু মেয়েটার কষ্টের ভাষা বুঝতে চেয়েছি পাশের জানলার কাচ গলে হারিয়ে গেলো মাথাব্যথা উন্মত্ত ল্যান্ডক্রুজারের চাকায় পিষে মরলো সন্ধ্যাপিদিম নগরীর প্রতিটি বিলবোর্ডে ঝুলছে মেয়েটার তকতকে কষ্ট প্রতিকণা ধুলোর সাথে উড়ছে গোপন দীর্ঘঃশ্বাস সেই কষ্টের উত্‍সবে অনেকের চোখ কামুক হয়ে গেলো নীল ছবির নায়িকার জিহ্বায় কেঁদে উঠলো একদলা ঘৃণা তোমরা যে কান্নাকে শীত্‍কার ভেবে আদিম উল্লাস করলে সেলফোনের মনিটর সেই কান্না দেখে টানা সাত মিনিট করে গেলো গোপন আর্তনাদ আমি কান পেতে মেয়েটার কষ্ট আর দীর্ঘঃশ্বাসের ভাষা বুঝতে চেয়েছি- অথছ তোমরা আমাকে বললে দালাল! ২. কষ্টের উজানে মাঝেমাঝে অঝোর শ্রাবণে পথহারা মাগুর হয়ে যাই উজাতে উজাতে কেঁতার কাঁটা ভেঙে যায় মাটির ঢেলায় - 'ওপারেতে সর্বসুখ' বিশ্বাস রেখে তবু নতুন জলের উজানে ঘাঁই মেরে মেরে যাই ভালোবাসা পাই বা না পাই বনানী, সময় সন্ধ্যা ৭ টা ও রাত ১১টা ২৬।০৪।২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.