আমাদের কথা খুঁজে নিন

   

বাবুনগরী আদালতে, রিমান্ড শুনানি চলছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান এই রিমান্ডের আবেদন জানান। মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে আবেদনের ওপর শুনানি চলছে।
মারধর, লুটতরাজ ও হত্যার অভিযোগ এনে মতিঝিল থানায় করা একটি মামলায় বাবুনগরীকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। মামলায় ২৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাত আটটার দিকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে বাবুনগরীকে আটক করে পুলিশ।
পুলিশের সূত্র জানায়, মাওলানা জুনায়েদ একটি ব্যক্তিগত গাড়িতে করে লালবাগ মাদ্রাসা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাতে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.