আমাদের কথা খুঁজে নিন

   

বাবুনগরী ফের রিমান্ডে

গত ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যাসহ আরো দুটি মামলায় তাকে ২২ দিনের পুলিশ হেফাজত বৃহস্পতিবার মঞ্জুর করেছে ঢাকার আদালত।
রাজারবাগে পুলিশ হত্যা মামলায় নয় দিন জিজ্ঞাসাবাদের পর হাটহাজারী মাদ্রাসার এই শিক্ষককে এদিন মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমানের আদালতে আনা হয়েছিলো।
মতিঝিল থানার এই মামলাগুলোর মধ্যে হত্যা মামলায় চার দিন, হাতবোমা বিস্ফোরণ, অস্ত্র, পুলিশের কাজে বাধা দেয়ার দুই মামলায় নয় দিন করে বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তিন মামলায়ই জামিন আবেদন করেছিলেন হেফাজতের মহাসচিব। কিন্তু হাকিম মোস্তাফিজুর রহমান তা নাকচ করে দেন।


ঢাকা অবরোধ শেষে পল্টন এলাকায় সহিংসতার পর মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর ৬ মে গ্রেপ্তার করা হয় বাবুনগরীকে।
হেফাজতের মতিঝিলে অবস্থান নেয়ার পেছনে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিলো বলে দাবি করে আসছেন মন্ত্রীরা। ওই বিষয়ে বাবুনগরীর কাছে তথ্য মিলছে বলেও ইতোপূর্বে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বাবুনগরীকে নতুন করে হেফাজতে চেয়ে পুলিশের আবেদনে বলা হয়, ওই নাশকতামূলক মধ্যযুগীয় কর্মকাণ্ডের সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার জন্য, আগ্নেয়াস্ত্র, লাঠির যোগান তাদের কে দিল, তা অনুসন্ধানের জন্য বাবুনগরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
গণজাগরণবিরোধী হেফাজত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি, নারী উন্নয়ন নীতিমালা বাতিল, নারী-পুরুষ অবাধ বিচরণ বন্ধের দাবিতে ৫ মে ঢাকা অবরোধের ডাক দেয়।


১৩ দফা দাবিতে হেফাজতের ওই কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সক্রিয় তৎপরতা ছিলো বলে পুলিশের দাবি।
৫ মে ভোররাতে সাঁড়াশি অভিযানে হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর রাজারবাগে ছুরিকাঘাতে খুন করা হয় পুলিশের এসআই মো. শাহজাহানকে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.