আমাদের কথা খুঁজে নিন

   

চট্রগ্রামের মিরশরাইয়ে নিহত শিক্ষার্থীদের উৎসর্গ করে একবছর আগে লেখা কবিতা "মা আমি পারিনি"

এই সেই ............. এই কবিতাটি একবছর আগে লিখেছিলাম চট্রগ্রামের মিরশরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংবাদ শুনে। আজ ঐ ঘটনার একবছর পুর্তি, জানিনা সেই দুর্ঘটনায় শন্তান হারানো মায়েরা কেমন আছে। আমরা চাইনা এমন ঘটনা আরো ঘটুক। মা আমি পারিনি ......... মাহমুদুল হাসান ফেরদৌস মা আমি পারিনি পারেনি তোমার লক্ষী ছেলে, এই ছিল নিয়তী দুঃখ আসবে ডানা মেলে। মা আমি পারিনি সত্যি করতে তোমার স্বপ্নগুলো, যা দিন রাত দেখে যেতে আজ সব হলো এলোমেলো।

মা আমি পারিনি মুছে দিতে তোমার অশ্রু ভেজা চোঁখ, হঠাৎ করেই নেমে এলে অজানা এক দুর্ভোগ। মা আমি বুঝিনি হঠাৎ কি যে হলো, এক ঝাপটায় অন্ধকার আমায় টেনে নিলো। মা তুমি বুঝতে দাওনি দুঃখ কিংবা অভাব, আমার কষ্টে বুকে টেনে নেওয়া ছিল তোমার স্বভাব। মা আমি পারিনি নিতে তোমার দুঃখের ভাগ, আমায় তুমি ক্ষমা করে দাও ভুলে যাও সব রাগ। মা শেষ হলো আজ তোমার অপেক্ষার পালা, অচিন পথে হারিয়ে গেছি আর কভু ফিরবেনা আমার ভেলা।

মা আমি থাকিনি কভূ তোমাকে ছাড়া, আজ আমার চারপাশ শুধু অন্ধকারে ঘেরা। মা আমায় ভুল বুঝোনা তোমার মনে রেখো একটু ঠায় , জানতে চেয়োনা কিভাবে আমি আছি একা মাঠির ভিতর শক্ত বিছানায়। কাব্যগ্রন্থঃ গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.