নষ্ট হতে বসা দু মুঠো ভালোবাসার ইউরিয়া ছিটিয়েছিলাম তোমার ফ্যাকাসে, রঙ জ্বলা, পোকায় খাওয়া গাছগুলোর মুলে। সরলপ্রান হিতার্থীর মতো। প্রতিদানের আশা ছাড়াই । তোমার হৃদয়ের পাশ দিয়ে নিত্য আসা-যাওয়ার মাঝে দেখেছিলাম ওখানকার ধান গাছগুলো হলুদ হয়ে মরতে বসেছে নেতিয়ে পড়েছে শুকিয়ে খড় হয়েছে প্রেমহীন। ভেবেছি- নষ্টইতো হচ্ছিল। ভালোবাসার ইউরিয়া উপচে পড়ছিল আমার হৃদয়ে, গুদামে জমতে জমতে পচতে বসেছিল। আর, ওমনিই তুমি এটাকে জমি দখলের পাঁয়তারা ভাবছো?? ২৫/০৬/২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।