আমাদের কথা খুঁজে নিন

   

ভাবছো বন্ধু এত ঘৃণা কেন?

জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায় বিক্ষোভে ফেটে পড়ি, ঘৃণায় থুথু ছিটাই পয়সাওয়ালা অমানুষগুলোর দিকে নারকীয় তান্ডবে মাতি প্রবল ক্রোধে হয়তো তখন আর আমি স্বাভাবিক মানুষ থাকি না। আমাকে অনেকেই সন্ত্রাসী বলে। আমি তো জানি আমি ঝাকিয়ে দিতে চাই তাদের তখত মসনদ বড় বড় ট্রাজেডি আমার মতই সবাই ঝাপিয়ে পড়ে রাজপথে উগলে দেয় ঘৃণার অনল হাতে হাত মিলায়, সাথী হয় বিপ্লবের পিঠ চাপড়ে দিয়ে বলে সাবাশ ভাই শাবাশ!! কিন্তু নির্বাচন এলে এই তারাই লেজুড় বৃত্তি করে সেই নেতাদের ভোট দিয়ে তাদের পাঠায় নিরাপদ সংসদে সেখানে গিয়ে তারা খিস্তি খেউড় ছোড়েন ঘৃণার বাণী ছড়িয় দেন দিগ্বিদিকে কোটি টাকার নিরবিচ্ছিন্ন বিদ্দুত পুড়িয়ে তারা আমাদের গুষ্টি উদ্ধার করেন আমরা আনন্দে গদ গদ হই হাত তালি দেই নেতার কাছে দাঁড়িয়ে এখানা ছবি তুলে দাপটে বেড়াই অনৈতিকতার জগত ছি: ঘৃণা তাদের প্রতি ঘৃণা আমার ঐ সহকর্মীদের প্রতি ঘৃণা মানবতার নামধারী দো-পেয়ে জানোয়ারদের ভাবছো বন্ধু এত ঘৃণা কেন? উত্তরে বলবো বন্ধু- প্রতিকার হাতে নেই বলে ঘৃণাই আমার শেষ অস্ত্র। ভালো কথা অনেক বলেছি তারা ভালো কথা লোক নয়। তেড়ে আসে শর নিয়ে নীতিকথায়। যদি তোমার হাতে অন্য কোন অস্ত্র থাকে তবে বিদ্ধ করো তাদের। উস্কানীর দায় আমি নিলাম! কি আর হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।