আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাবছো তুমি!


কি ভাবছো তুমি, ওই দখিনা দুয়ারে একা বসে,বাতাসে চুল এলিয়ে দিয়ে? কি ভাবছো তুমি, চোখের নোনা অস্রুজল হয়ে,বাতাসে ভেসে বেড়ানো কান্নার স্রোত হয়ে? কি ভাবছো তুমি, না চাওয়া সৃতির কাঁপন হয়ে,অদৃশ্য মূর্তিকে অভিসম্পাত করে? ভাবছো কি নিজের দুর্ভাগ্য নিয়ে? ভাবছো বুঝি,কাল রাতে কেন রক্তজবা না বলে ঝরে পড়ে গেলো? সোদা বাতাস গন্ধ হয়ে চুপিচুপি বলে গিয়েছিল তবু কেনো বৃষ্টি আসেনি,তাই কি ভাবছো? নাকি সমুদ্রতটের ভেজা বালিতে মুক্তো কুড়িয়ে পাওয়ার কথা ছিল, কিন্তু সে ধরা দেয়নি,লুকিয়ে ছিল বালুর সমাধিতে কেন,এই প্রশ্নই বুঝি ভাবছো? আকাশে ছড়িয়ে দেওয়া তোমার হাজারো প্রশ্ন কবুতর হয়ে সেই যে উড়ে গেলো,আর তো ফিরে এল না! সেই কষ্ট,উদ্বিগ্নতাই কি ভাবাচ্ছে? আর কত ভাববে তুমি আমায়,কত খুঁজবে এভাবে! কেন এই বৃথাশ্রম! ইশ্বর বলো,যুক্তি বলো,কিংবা মায়া। আমাকে খুঁজো না তুমি বাহিরে,পথে প্রান্তরে, সাত আসমানের উর্ধোলোকে,গ্রন্থে গথিত শব্দে। আমি তো থাকি তোমার মনের নিভৃত কোনে, মনের স্বচ্ছ শিশিরের আলোক উজ্জ্বল হয়ে। সকল কাজ সাঙ্গ করে কোন এক নির্জন কূজনে,প্রশ্ন করো নিজেকে, প্রত্যুত্তর হয়ে ফিরে আসবো আমি,যদি ডাকার মতো ডাকতে পারো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।