আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা ভাবছো কেমন?



এমন জীবন ভাবছো যেমন ছবির মতো আঁকা, জেগে জেগে ভর দুপুরে দেখছ স্বপন চোখটি মেলে দেখো এবার সবই যে হায় ভীষণ ফাকা। ভাবছো তুমি,মারছো কত উজির নাজির আছে তোমার কোটি টাকা,দালান-কোঠা,গড়ছো তুমি অট্রালিকা, দেখছ তোমার চারদিকে,সুন্দরীরা করছে যে ভীর, চোখটি মেলে দেখো এবার সবই যে হায় ভীষণ ফাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।