আমাদের কথা খুঁজে নিন

   

ভেবে দেখো

আমি খুব সাধারণ আমি বিশাল সাগরের এক কোণে তোলা জলের আলোড়ন আমি অগ্ন্যুৎপাতের অসীম ধ্বংসে ছোট্ট একটা স্ফুরন শুধু তুমিই হতে পারো আমার পরিবর্তনের কারণ! আমি আকাশের বুকে মিটি মিটি জ্বলা ক্ষুদ্র তারার মতন আমি ঘুটঘুটে অন্ধকারে জোনাকির মতো জ্বলন শুধু তুমি চাইলেই বদলে যাবে, আমার দক্ষতার বিবরণ! সাগরের কোণে যে আলোড়ন আজ ছোট্ট, চর্মচোখে চাইলেই তা সুনামি হবে, দেখে নিও নিজ চোখে যে ছোট্টো স্ফুরন আজ অগ্ন্যুৎপাতের একপাশে পড়ে রয় তুমি হারালেই বুঝবে সেদিন, তার ধংসের পরিচয় আকাশের বিশালতায় তারা গুলো খুব ছোট তুমি চাইলেই তার সৌন্দর্যে বড়রাও হবে নত ঘন অন্ধকারে জোনাকির আলো, হাসি পায় নাকি তোমার? সেদিন জোনাকিই হবে একমাত্র উপায়, আলো-আধারের পার্থক্য ঘুচাবার!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.