যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
ঠিক ধরেছেন, যে "টন" নিয়ে কথা বলব, সেটা ওজনের একক। বৃটিশদের চালিত অন্যান্য একক যেমন, গজ, মাইল, ফুট, পাউন্ড -- এসব ফ্রান্সের নেতৃত্বে স্ট্যান্ডার্ডাইজেশনের নামে ধীরে ধীরে মুছে যেতে থাকলেও, "টন"টা নামের আগে "মেট্রিক" ধারণ করে টিকে গেছে। সেটাও আমরা সবাইই জানি। মান একটু এদিক সেদিক হয়েছে ঠিকই (১ মে.টন = ১.১০২টন), তাও বৃটিশ এককের "টন" শব্দটি 'পরবর্তী ফরাসী চক্রান্ত টাইপের কিছু'র আবির্ভাবের আগ পর্যন্ত আমাদের উচ্চারণ করে যেতে হবে। "টন"কে এখনই ঝেড়ে ফেলে দেয়া যাচ্ছেনা।
তো আজকের গেসবল, এই "টন" শব্দকে নিয়েই। আমরা জানি, বিবলিকাল ধর্মগুলোর একটি ইহুদী বিশ্বাস মোতাবেক, স্রষ্টা ৬ দিনে পুরো বিশ্বজগত সৃষ্টি করে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন -- এই ব্যাখ্যা থেকেই প্রাচীন ব্যবিলনে প্রতি ছয়দিন অন্তর অন্তর সপ্তমদিনকে ছুটির দিন ধার্য করা হয়, মানে, মাসের ৭, ১৪, ২১, ২৮ তারিখ ছিল ছুটির দিন। সেই থেকেই ধীরে ধীরে "সাতদিনে এক সপ্তাহের" আমদানী বা আগমন।
আবার ১২ ইঞ্চিতে ১ ফুটেরও আগমন কিভাবে তা আমরা কমবেশী জানি হয়ত, অথবা গেস করতে পারি সহজেই। বিশালদেহী বৃটিশদের পায়ের দৈর্ঘ্যে এক ফুটের কাছাকাছি ছিল -- সেই থেকে "ফুট" শব্দের আগমন।
আজকের গেসবল:
আজ আপনাকে গেস করতে হবে "টন" নিয়ে, খানিকটা মাথা টনটন করতে পারে, তবে অসুবিধে নেই। এককাফ কফি নিয়ে বসে পড়ুন, গেস করুন,
ওজনের একক "টন"- এর আগমন কিভাবে হলো? হিন্টস থেকে বুঝতে পারছেন ওয়াইনের ব্যারেল থেকে এসেছে, প্রশ্নটা হলো, ওয়াইনের ব্যারেলকে কেন টন (আসলে টান) বলা হতো।
*******************************************************************
হিন্টস: পোস্টের মধ্যেই একটা বিশাল হিন্টস আছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।