আমাদের কথা খুঁজে নিন

   

যে ডাক্তার রোগীর প্রতি মনযোগি, সুস্থতার আশা দেয়, ও কম ওষুধ দেয় সে ডাক্তার সবচেয়ে ভালো

রোগি ডাক্তারের কাছে যায় সুস্থতার জন্য পরামর্শ, সেবা নিতে। ডাক্তার রোগিকে ধরে বড়লোক হতে। রোগী কি ভিক্ষা করে টাকা এনেছে নাকি ঘরের সবাই না খেয়ে তাকে ডাক্তারের কাছে পাঠিয়েছৈ সে খবর অনেকেই রাখেন না। ভাবেন যে ডাক্তার যত বেশি ওষুধ দেয়, যতবেশি টেস্ট করাতে দেয় সে ডাক্তার তত ভালো। আসলে ধারণাটা শতভাগ ভূল।

ডাক্তাররাই বলেন, যে ডাক্তার রোগির সাথে সুন্দরভাবে হাসিমুখে কথা বলে, ভরসা দেয়, সুস্থতার আশা জাগায়, রোগির কথা মনোযোগ দিয়ে শোনে সে ডাক্তারের কাছে যাবেন। ভালো ডাক্তারের বৈশিষ্ট্যই হচ্ছে তারা ওষুধ কম দেন। তাদের হাসিমুখে, সুন্দর কথা ও ব্যবহারে রোগি অর্ধেক সুস্থ হয়ে ওঠে। আর প্রাণভরে দোয়া করে। যে ডাক্তার মুঠি ভরৈ ওষুধ দেয় সে ডাক্তার না ডাকাত।

কারণ ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া তা ডাক্তারদের চেয়ে কেউ ভালো জানে না। জেনে শুনে এমনটি করা ডাকাতির শামিল। এমনটি হচ্ছে যত বিক্রি তত কমিশন। প্রিয় ব্লগার সে ডাক্তারের কাছে যাবেন না যে আপনার কথা শুনবে না, জেনে নিবেন সে কি আপনাকে সেবা দিতে চাচ্ছে নাকি আপনার পরিশ্রমের টাকায় নিজে আঙ্গুল ফুলে কলাগাছ হতে চাচ্ছে। তবে যেসব ডাক্তার রোগির প্রতি মানবিক আচরণ করেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.