সদা নিরুপায় তবুও অকুতোভয় আমি ভাবস ধইর্যা আমার জ্ঞানী বন্ধুরে কইলাম, বিশ্বব্যাংক লাগবো না। এইবার আমগো টাকা দিয়ে আমরা পদ্মা সেতু বানামু। প্রয়োজনে বঙ্গোপসাগর সেতু বানামু, হুমম। দেহি এবার ঠেকায়? একবার যখন কইছি, দেন কইর্যা ছাড়ুম। তুই দেখিস। তুই দেখবি কি তোরে দেহামু। - -এর আগে সুন্দরবনকে ভোট দিছেন না? ঐ টাকা কই গ্যাছে? আপনারা খুব তো লাফাইলেন! শিয়ালের কাছে মুরগী বর্গা দিয়ে তো দেখছেন এবার কি খাসী বর্গা দিবার চান? -ধেৎ, পুরান কথা মনে কইর্যা দেশ কেন? আর খালি উচিত কথা কশ। হের লাইগ্যা তো তোর লগে পড়ে না.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।