আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।
মানুষের ছোট ছোট রোগের পাশাপাশি অনেক বড় ধরনের রোগও হয়ে থাকে। এজন্য ডাক্তারদের কিন্তু গুরুত্ব অপরিসীম। কিন্তু যদি এমন হয় যে আপনি অনলাইন থেকে নানা সমস্যার একেবারে ফ্রি পরামর্শ পেতে পারেন।
হ্যাঁ, বিদেশে ঠিক এমনটাই হয়। এরকম অনেক সাইট আছে যা শুধু হেলথকেয়ারের জন্য।
তা সবার আগে বলি এরকম সবচেয়ে সুবিধার এবং গ্রহণযোগ্য সাইট হল http://www.clinnovo.com
অন্যান্য সাইটগুলোর মত এখানেও আপনাকে সেবা দেয়া হবে চ্যাট এবং প্রশ্ন করার মাধ্যমে। আপনি আপনার একাউন্টে ঢুকে আপনার যে সমস্যা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন। সাইট থেকে একজন অভিজ্ঞ ডাক্তার আপনার সেই উত্তর দিয়ে যাবে।
আপনার রোগ ও সমস্যা সেটা যত গুরুতরই হোক না কেন। অন্যান্য সাইটের সাথে এর পার্থক্য হল, অন্যান্য সাইটে টাকা চায় এবং তা আমাদের কাছে মোটা অংকের টাকা (যেমন ২০-৩০ ডলার প্রত্যেকবার)। কিন্তু এ সাইটে ফ্রি ইউজারদের সবই ফ্রি, এটাই হল বড় সুবিধা। ফ্রি একাউন্টে আপনাকে অসন্তুষ্ট করার মত কিছু নেই।
আপনার বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যার সমাধান যদি পেতে চান, তাহলে ডাক্তারের কাছে না গিয়ে এখানে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন।
তবে ডাক্তারের সাথে যেমন ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারেন, এখানে টাকা ছাড়া তা সম্ভব নয়। তবে আপনি আপনার উত্তর বা সমাধান পেতে পারেন খুব সহজেই। আশা করি ভাল লাগবে।
কিভাবে ব্যবহার করবেন? একটা একাউন্ট খুলুন, প্রথম পেজে গেলেই দেখতে আপবেন, ‘নিউ ইউসার’ এ ক্লিক করুন। এরপর তথ্য দিন।
আপনার কাছে পাসওয়ার্ড সহ ইমেইল চলে যাবে। সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে একাউন্ট খুলুন। প্রশ্ন করে লগ আউট করুন। কিছুক্ষন পর এসে আপনার উত্তর পেয়ে যাবেন।
যেভাবে উত্তর দেখবেনঃ
উল্লেখ্য যে, এখানে প্রশ্ন না করে একাউন্টে লগ-ইন করার কোন নিয়ম নেই (অন্তত আমি পাইনি)।
লগ-ইন করতে হলে আপনাকে একটা না একটা প্রশ্ন করতেই হবে। এখন কথা হচ্ছে, উত্তর পাবেন কি করে?
= আপনি লগ-ইন বক্সে Transcript নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে যান, এবার নিচের দিকে দেখুন। Patient’s ID তে আপনার ই-মেইলে পাওয়া আইডির নম্বর বসিয়ে দিয়ে সার্চ দিন। আপনার প্রশ্নের উত্তর আপনি এখানেই পাবেন এবং প্রত্যেকবার আপনাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে।
আরো কিছু ভাল সাইট আছে, তবে টাকা লাগে। এমন একটি হলঃ http://www.healthcaremagic.com
সবাই ভাল থাকবেন, যেন ডাক্তারের কাছে যেতে না হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।