আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনে না ভোট দিন!

মানুষ আমি পাখির মত, উরালচন্ডি মন. . .

আজ নাকি নির্বাচন(!) জানেন নিশ্চয়? জানবেন-ই না বা কেন বলুন? কি বলবো. . . . . এতো দিন বোধ করি ভালোই ছিলাম। আমার কাছে মনে হচ্ছে, শুরু হতে যাচ্ছে আবার-ও এক রক্তমাখা সূর্যদিনের! তবু-ও আজ সময় এসেছে নতুন এক স্বপ্নের দিন গড়ার, সময় এসেছে নতুন এক সু-যোগ্য প্রার্থীকে নির্বাচন করার! যে পারবে 'আমাদের স্বপ্নের-মতো' করে সবকিছু বদলে দিতে!! তাই বলবো. . . . . "যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য ভোটে অংশ-গ্রহন করবো। যোগ্য না মনে হলে, না ভোট দিবো" শুভ-কামনা রইল সবার জন্য. . . . . *আজ এমন এক সু-দিনে(!) আমার বন্ধু ইসহাক এর জন্মদিন! সে-ও এবার ভোটার! তোমাকে-ও শুভেচ্ছা ও শুভ-জন্মদিন! আর বক-বকানি গুলান তো পড়লা, না-কি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।