বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
প্রকৃতিতে যুদ্ধ একটি নিত্তনৈমত্তিক ব্যাপার। টিকে থাকার জন্য লড়াই হল প্রকৃতির সবচেয়ে বাস্তব সত্য। প্রাণীরা খাদ্য, বাসস্থান, প্রতিরক্ষা, নেতৃত্ব ও প্রজননের জন্যই মূলত প্রতিযোগিতা করে থাকে যা কোন কোন সময় যুদ্ধের রূপও নেয়। তবে নিজেকে পুরুষ বানানোর জন্য যুদ্ধ প্রকৃতির এক আশ্চর্য রহস্যই বলা চলে।
সামুদ্রিক ফ্লাটওর্ম (Flatworm) বা চ্যাপ্টাকৃমি হল এমন একটি প্রাণী যারা নিজেদের পুরুষ বানানোর জন্য যুদ্ধে লিপ্ত হয় এবং পরাজিত প্রাণীটিতে স্ত্রীর হতে বাধ্য করা হয়।
এই যুদ্ধ কখনো দীর্ঘ সময় আবার কখনো ক্ষণস্থায়ী হয়।
প্রকৃতপক্ষে এই সব সামুদ্রিক flatworm রা প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) পর্বের উভলিঙ্গ প্রাণী। এদের দেহে স্ত্রী গ্যামেট ও পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু দুই ধরনের কোষই থাকে। এই ডিম্বাণু নিষিক্ত করার জন্য শুক্রাণুর প্রয়োজন হয় যার কারণে অন্য আরেকটি flatworm এর দরকার হয়।
কাছাকাছি দুটি flatworm আসলে কেহই নিজের ডিম্বাণু নিষিক্ত করতে চায়না বরং অপরটির শরীরে তার একজোড়া পেনিস বিদ্ধ করে শুক্রাণু প্রবেশ করিয়ে দিতে চায় এবং যুদ্ধ শুরু হয়।
অবশেষে পরাজিত flatworm টি বাধ্য হয় অপরের পুরুষ কর্তৃত্ব মেনে নিতে তাই এটি স্ত্রীরূপে ডিম্বাণু নিষিক্ত করে সন্তান উৎপাদনের বাকি কাজগুলি করে যায়।
প্রাণিজগত নিয়ে ফেইসবুকের আসাধারন পেইজঃ
প্রাণিজগতের অজানা রহস্য
ভাল লাগলে লাইক ও মন্তব্য দিয়ে উৎসাহ দিবেন আশা করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।