আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির বাসর।

http://www.paybox.me/r/rihan

তোমার মনে আছে সেই রাত? আমাদের মিলনের-- খরস্রোতা জোৎস্নার নিশ্চুপ বারিধারায়, তোমার মনে আছে সেই চাঁদ? মনে হয়েছিলো যেন সদ্য বিচ্ছিন্ন কোন স্বর্গাংশ-- অপার্থিব স্নিগ্ধতার ফাল্গুধারায়, আর তোমাকে মনে হয়েছিলো যেন স্বর্গের কোন এক অপ্সরী-- সেই স্বর্গাংশ থেকে যেন পথ ভুলে ভুলে নেমে এসেছিলে এই মর্তের পৃথিবীতে-- উথলে পড়া জোৎস্নার প্রবল খরস্রোতায়, রাতের ঘুমন্ত প্রকৃতিকে মনে হয়েছিলো যেন আড়মোড়া ভেঙে সদ্যই জেগে ওঠা কোন নারী-- মাখামাখি অনন্ত স্নিগ্ধতায়, কোন এক অপার্থিব ঝংকারে যেন সেদিন বেজে উঠেছিলো সমস্ত প্রকৃতি, ধরনীতল-- শাব্দিক শিহরণে শিহরণে মুখরিত হয়েছিলো জেগে ওঠা পত্র পল্লবেরা, গাছ থেকে গাছে, পাতা থকে পাতায় আমি স্পষ্টই শুনেছিলাম দখিনা বাতাসের হর্ষধ্বনি-- অচিন এক সুরে বেজে উঠেছিলো যেন প্রাকৃতিক কোন সানাই সেদিন, আমাদের বরণের লাগি; সাজ সাজ রবেই যেন সেদিন প্রকৃতি সাজিয়েছিলো বাসর-- আমাদের মিলনের লাগি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।